বলেছিলি একখানি ঘরদিবি ।
ইট পাথরে নাইবা হল প্রেমালাপ
ছনের ছাউনি আর বাখাল বাঁশের দেয়ালে
তুমার বুকের তপ্ত দাহে দিতে যদি
নাম ঠিকানা লিখে,
একটু খানি আপন করে
দুখের দিনে দিতে যদি দুহাত ভরে স্নেহের পরশ,
হাত বুলিয়ে মাথার ঘামের একটু সরস গন্ধ যদি নিতে
শুধু একটু ভালবেসে কাছে এসে ভাবতে যদি আপন
মনের মানুষ,
জন্ম আমার লিখেই দিতাম তোমার নামের কাবিন নামায়
আজন্ম আমি হয়েই যেতাম
''তোমার তাজমহল"।
#