তোমার এই অপরূপ সৌন্দর্যের কৃতিত্বটা
একটুও তোমার নয়
প্রতিমা কারিগরের,
তোমার ঐ নীলচে সরোবর
চোখ জোড়ার চিত্রকরের নির্ঘুম
হাজারো রাত্রির পারিশ্রমিক,
তোমার ঐ মখমলি ঠোঁটের এক টুকরো হাসিতে
শরমে চাঁদ ডুবে আঁধার জলে
এ তোমার কৃতিত্ব নয়!


অহংকার করনা হে নারী!
কৃতজ্ঞ হও,
স্রষ্টার অনুগ্রহে তুমি হয়েছ ঘরের চন্দানন
পূজার ফুল, মায়ের সিংহাসন;
তুমি স্রষ্টার সমস্ত সৃষ্টির পেয়েছ শ্রেষ্ঠ অবয়ব,
বাসি ফুল হয়ে যেয়োনা ঝরে পথে ঘাটে
নর্দমার জলে,
তুমি মানব সৃষ্টির অহংকার
তুমি বিধাতার অহংকার।