যে পথে রোজ আনাগোনা তোমার
সে পথের পাঁজর ছুঁয়ে
বেধেছিলাম ঘর,
বুঝিনি তখন তোমার ঠোঁটের আড়ালে রয়
কিছু হাঁসি আর
কিছুটা বৈশাখী ঝড়।


চোখের কিনারে তোমার এক জোড়া চোখ
স্বপ্ন তৃষ্ণা কাতর...
তুমি দিলে তারে নগ্ন শরীর খোলে
অনাবাদী পাথর!