মনের নিমগ্নতা বড় বেশী উদার তুমিময়।
একটু ছুঁয়ে দেখো
এই বুক, এইখানে সম্মোহিত নদীর জলে
আকাশের জ্যোৎস্না নামে তোমার রঙের আবির খুঁজে,
ক্লান্ত বাতাস
আমার পাঁজর ভেঙ্গে ভেঙ্গে
শান্ত তোমার ঠোঁটের ভেজা একটু নরোম স্পর্শ খুঁজে
অসুখ ভরা চৈত্র মাসের শেষ।