উৎস-সন্ধানে বেরিয়ে পড়তে হবে

তার আগে পাশের বাগানে একবার ঘুরে আসি চলো

গাছে-গাছে পৌরুষ ঝুলছে ওখানে  
উড়ছে পাগলিনীর চুল

বিনোদিনীর কথা বলছে কেউ
যার কোন জন্ম নেই, মৃত্যু নেই
এমন এক মানুষের কথা বলছে

হাঁ-পাখির সঙ্গে না-পাখির একদিন দেখা হয়েছিল এখানেই

চলো সেই বাগান থেকে ঘুরে আসি একবার
হাওয়া খেয়ে আসি

হয়তো এখানেই পেয়ে যেতে পারি আমাদের উৎসমূল
আমাদের জন্ম ইতিহাস