নিছক আনন্দসুধা পান করে
ফিরে যায় ছায়ামৃগ
চৌকাঠের আলোটুকু ছুঁয়ে

উঠোনে ছড়ানো নুন, পেঁয়াজের খোসা
পোড়া দেশলাই-কাঠি
যে যেমন পড়ে থাকে, থাকে

গৃহস্থের সুখ-সুখ গন্ধমাখা মায়াচোখ
বাঁধতে পারেনি তাকে কোনোদিন
যতবার বাড়িয়েছে হাত

সহজ বিনত কোনো ঘাসলতা
পাখির পালক থেকে এক টুকরো

রোদ এসে বাঁচিয়েছে তাকে