তুমি তো জানো না
পথে কতগুলো বাঁক

কী কী গাছ পাবে
খোলা মাঠ, সেতু
কতগুলো রাখঢাক

বিষাদসিন্ধু পার হতে হতে
হাসছো ?

কী মজা, কী মজা
প্রমোদ-তরীতে ভাসছো

কে ভালোবাসছে
কে ভাতে ছড়ালো ছাই

যে কোনও মূল্যে
জমকালো
দেখো, জীবন একটা
কাহিনী হতেই চায়