সহজ লতাটি এসে আমাকে জড়ায়

তারও গায়ে ঘামগন্ধ

তারও আদি-অন্তহীন চুলের ভেতরে
কাঁটা শুধু
ফুঁড়তে থাকে শরীর আমার

রক্ত ঝরে

যতই রক্ত ঝরে আমি তত সাদা হই

সহজ সরল হতে থাকি