শিশুর কাছে শিখে নাও
সব খেলাই খেলা

আনন্দেরই জন্য সব খেলা

দুঃখ-দুঃখ খেলাটাও

এই যেমন ভাতের থালা নিয়ে খেলছে ও

একটু পরে বই নিয়ে খেলবে

মায়ের স্তন নিয়েও

খেলার কোনও নিয়ম নেই
সময় নেই

মরণ নিয়ে খেলতে খেলতে লোকটা
জীবনকে দেখছে