খড়ের বুকে মাথা রাখি
খড়ের বুকে বুক
খড়ের পায়ে মাথা কুটে
আমার সুখ দুখ

খড়কে করি বন্ধু আমার
খড়কে বানাই বউ
খড়ের মুখোশ লাগিয়ে মুখে
নাচতে থাকি ছৌ

খড়ের সাথেই ঘরকন্না
খড়ের সাথেই খেলা
খড়ের পেটে লুকিয়ে আছে
আমার ছোটবেলা