সারা দুপুর একলা পাখি
সারা বিকেল শ্মশানঘাটে
একলা পোড়া কাঠ

মর্মরে কী গাইছে শোনো
শুকনো পাতা - সমস্ত রাজপাট

চুকিয়ে দিয়ে তোমার রাজা
ঘুরছে বনে বনে

কার জন্য একলা তবে কাঁদছো
মনে মনে

গাঁথছো মালা, প্রাণের এত গান

সমুদ্রকে করছো তুমি এক চিমটে
লবণ মিছে দান