অপেক্ষা
মো: মুজিবুর রহমান ৷


দেশ ছাড়ি দিলাম পাড়ি বিদেশে
জীবনের প্রয়োজনে
স্বপ্ন ছিল পূর্ণ হলো অবশেষে
তবে শান্তি ছিলনা এমনে ৷


গুনেছি প্রহর আট বছর
ফিরবো কবে আবার প্রিয় সেই গ্রামে
স্মৃতিতে স্মৃতিতে চোখে আসে জল
দিন গেলো কত হাসি আনন্দ গানে ৷


ভুলে যাইনি সেই সব প্রিয় মুখ
ব্যাস্ততার মাঝেও করি যোগাযোগ
শুনি যার যত সুখ আর দুখ
আমি দিয়ে মনোযোগ ৷


মা ভাই বোন আত্বীয় স্বজনে
বলনা আসবে কবে কখন
কয়েকমাস পর ছুটি আমার সামনে
দেখা হবে নিশ্চয় সুযোগ হয়েছে যখন ৷


রচনাকাল: ১৬ মে ২০১৬ইং