খূঁজি গণতন্ত্র
মো: মুজিবুর রহমান।


চারিদিকটা আজ অশান্ত, আমিও ক্লান্ত
না মরে বেঁচে আছি, যেন জীবন্ত লাশ
হারিয়ে অধিকার খূঁজি গণতন্ত্র
ক্ষমতার লড়াইয়ে দেখছি দেশটার সর্বনাশ।


মুক্তিযুদ্ধের চেতনা কি একটা বাহানা
সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গী
জান মালের নিরাপত্তা কে দেবে জানিনা
নষ্ট রাজনীতির কাছে পুরো দেশ জিম্মি।


দীর্ঘদিন জঙ্গী খেলায় মগ্ন ছিল সরকার
ধংসের দ্বার প্রান্তে যখন বাংলাদেশ
জঙ্গী নেই, বলছে এখন করিয়া চিৎকার
বাঘ বাঘ বাঘ, এলো কি তবে শেষ মেষ।