এতই নিশ্চল যে সেদিন বুঝিনি তোমার অপলক চাহনি,
তোমার মধুর নিঃস্বন অনুভব করেছি, বিনিময়ে বলতে পারিনি...
চোখে চোখে প্রথম স্পর্শ আজও প্রাণে আনে শিহরণ,
অজানা ভয় গ্রাস করেছিল আমায়, মনের কথা বলতে পারেনি মন...
যদি কোনও ক্ষতি হয় তোমার,  এই ভেবে সেদিন নিজেকে নিয়েছিলাম গুটিয়ে,
অন্তহীন অপেক্ষায় গুনেছি দিন, বিশ্বাসে, আশায় বহু সময় গেছে পেড়িয়ে..
আজ সুখের ছায়া করেছে তোমাকে আলিঙ্গন,
প্রতিনিয়ত উপভোগ করছ তার চুম্বন...
পরিচয় বদলে আজ তুমি অপরিচিতা, অমল বালিকা থেকে হয়ে উঠেছ রমণী..
তাহলে কি সেদিন মরীচিকাকে ভালবেসেছিলাম?
স্রোতে-জলস্রোতে লোক লোকালয়ে শুধু আমি খুঁজেছি তোমায়,
       আমায় কি তুমি সত্যি কোনোদিন খোঁজনী?