প্রেমিক - যদি হয়ে যাই নীল আকাশের ভাসমান মেঘের ডালী?
প্রেমিকা - বৃষ্টির রূপ অঙ্গার করে ধরা দেব খালী খালী...
প্রেমিক - যদি পেয়ে যাই সূর্যের মত লেলিহান অগ্নি-রূপ?
প্রেমিকা - জ্যোৎস্নার আলো মেখে নিয়ে আমি হয়ে উঠবো অপরূপ...
প্রেমিক - যদি উড়ে যাই ঐ আকাশে মেলে স্বাধীন ডানা?
প্রেমিকা - মেঘের কোলে বাঁধব নীড় কেউ করবে না মানা...
প্রেমিক - যদি হয়ে যাই রৌদ্র-তপ্ত ধূসর মরুভূমি?
প্রেমিকা - মরীচিকা হয়ে থাকব পাশে কথা দিলাম আমি...
প্রেমিক - যদি আমি ত্যাগ করি তোমায় কিঞ্চিত ভালোবেসে?
প্রেমিকা - বরফের মত ঠাণ্ডা পাথর হয়ে উঠবো অবশেষে...
প্রভু - এ কি প্রেম না বিলাপ? বিচার করুন, কি আর বলব আমি?
প্রেম-আলাপের কথোপকথনে হাসেন অন্তর্যামী...
প্রেম করছে, বেশ করছে; দিলাম আশীর্বাদ,
সুখের সাথে দান করলাম দুঃখ আর বিবাদ...