মন কেমনের একলা দুপুরে জানালায় রাখি চোখ,
মন চাইছে আজ ঝমঝমিয়ে আবার বৃষ্টি হোক।


বৃষ্টি পড়লেই আসত কফি মন মাতানো নেশায়,
নখের দাগে শ্রাবণ এনে ভেজাতে ভালোবাসায়।


বৃষ্টির কোরাস ভাঙ্গত যখন জমা মেঘের ফসিল,
কফির আমেজে তোমার ছন্দে দিতাম অন্তে মিল।


বৃষ্টি বাড়লেই ট্রাফিকজ্যাম, জলের উপর শহর।
তোমার সাথেই ভিজে যেতাম কফি শপের ভেতর।


খরগোশি মন ছুটেই যেত জলের ধারার বেগে,
একদিন সবই ভোগ করেছি, মন ছিলনা ত্যাগে।


ভুলেছিলাম এই দৌড়ে শুধু কচ্ছপেরাই জেতে,
শব্দেরা আজ শুকিয়ে গেছে টাঙানো রেনকোটে।