মেঘের অশ্রু ঝরে অবিরত
বাড়ে বর্ষার মায়া,
খালবিল জলে ভরে ওঠে
নদী হারায় তার ছায়া।
মাঠ ছোঁয়া পানি নদীতে মিশে
বাড়ায় নদীর রূপ,
রূপেতে মুগ্ধ মৎস্য কন্যা
অথৈ জলে দেয় ডুব।
দল ছুট বা দলে দলে
নাইতে আসে ছেলেপুলে,
বর্ষার জল ডাকে ইশারায়
কেমনে থাকে স্থলে !
সাঁতরে ওরা দেয় পাড়ি
খরস্রোতা ভরা ইছামতী ,
এ পাড় ছেড়ে ওপাড়ে যায়
থাকে যত ওদের গতি।