এই যে আকাশ কাঁদছে ভারি
দেখছে কি কেউ কার সাথে কার কখন আড়ি ?
হঠাৎ কেন মাঝ দুপুরে নিকষ কালো সন্ধ্যে এলো
কেন-বা ওই রাতের তারা মান করে আজ খুব ঘুমালো !
কেউ জানে না,
ভিতর কেন জ্বলছে তবু বাইরে তার বুজছে আলো!
কিসের ক্ষত কেমন করে
পঁচন ধরে
শুরুতেই নিঃশেষ হলো।
দিবস নিশি কতই খেলা
কেউ দেখে না কারো জ্বালা
কেউ বোঝে না নিজের ছাড়া
ব্যথা কত তীব্র ভাবে দিচ্ছে নাড়া।
আধ চক্রেই ধুঁকছে গাড়ি
ফিরছে সবে নিত্য বাড়ি
মুছে গেলে মেঘের আড়ি
জোছনা গায় সুখের সারি।