(প্রিয় কবি কাজী নজরুল স্মরণে)


নিকষ কালো আঁধারে জোনাকির ভীত যাত্রা
মুক্তবাক যুক্ত হয়েছে বদ্ধ নলে
চলছে শকুনের কামড়াকামড়ি
কাকের কা কা কা........
স্বর্গের দোয়ারে দাঁড়িয়ে নরকী কাণ্ড
স্তব্ধ সোনালি ভূ-খন্ড
তখনই ভয় ভাঙা আওয়াজ নিয়ে
বিপ্লবী মশাল হাতে
ফোটে স্নিগ্ধ গোলাপ ফুল
তিনি কেউ নয়, আর কেউ নয়
                       প্রিয় কবি কাজী নজরুল।


অত্যাচারিত-নিষ্পেষিত-নির্যাতিত-নিপিড়িত
জনতার প্রতিনিধি হয়ে
হয়েছে বিপ্লবী,  বানিয়েছে বিপ্লবী
জাগিয়েছে সুপ্ত আগ্নেয়গিরি
করেছেন জাগরণ,  গেয়েছেন
                           সাম্যের গান
                  শোষিতের জয়গান
                           মজুরের গান
                    ভাঙা-গড়ার গান।


শিকল করেছে বিকল
কাঁপন ধরিয়েছে অত্যাচারীর মসনদে।
বিপ্লবী যাত্রা কারান্তরীন।


দমাতে চেয়েছে - পারেনি।


তিনি প্রেমী, রচেছেন প্রেমের মহাকাব্য
ছড়িয়েছেন আলো- তাওহীদের বাণী।
লিখেছেন-গেয়েছেন - হামদ- নাত।


তিনি কাঙাল - মুক্তির
তিনি জ্ঞানের ভাণ্ডার।


আজ নেই ক্ষ্যাপা, সেই উন্মাদ
তাই বিপ্লবও স্তিমিত
আছে নোংরা প্রেম............