শতবর্ষের তন্দ্রা ঝাপটে পড়েছে চোখে
বিনিদ্র নিশিপারে ভাবছি সুঘ্রাণ পুষ্পকে।
প্রকৃতির মাঝে প্রকৃতি- ঝলসানো রোদ
কালো-রেশমি চুলে জাগে প্রেমবোধ।
ফুটেছিলো কৃষ্ণচূড়া, ডেকেছিলো কোকিল
হৃদয়ে পৌঁছাইনি শুধু ভালোবাসার অনিল।
পিছু হেঁটে গিয়েছিলাম যতদূর যাওয়া যায়
আলোর মাঝে আলো খুঁজে জ্ঞান হারায়।
রেললাইন, বাস স্টেশন, মার্কেটের অলিগলি
অসীম পথের যাত্রী হয়ে খুঁজেছি সকলি।
দিন যায় মাস যায় ক্যালেন্ডারে এখন বছর
অপেক্ষায়-প্রতীক্ষায় দেখি যেন আরেক নজর।
তোমার হাসি এখনও বিজলি ঝরায় প্রাণে
আড় চোখের চাহনি - উদাস হাওয়া মনে।
এই যেনো পরী- নীলপরী, সারা গা'য়ে নীল
হরিনাক্ষী, তুষার শুভ্র মায়াবী বদন- শঙ্খচিল।
ডান পায়ের গোড়ালিতে কিঞ্চিত বড় তিল
বাহারি ঢঙের কাকন- ঝংকারে নাচে দিল।
প্রেমের অনাবাদী জমির প্রতি ইঞ্চি মাটি
স্পর্শহীন পরশে গড়েছে প্রেমের ঘাটি।
এই রাতজাগা যাবে না বৃথা আছে আশা
প্রেমাবতার- পাঠাও "এক চিমটা ভালোবাসা"।