আজ নেই ফেরঅাউন গত হয়েছে কত আগে
নমরুদের ইতিহাসও দোল খাচ্ছে স্রোতের বেগে।
আবু জেহেল,আবু লাহাব,উতবা, শাইবা তো বাসি
যুগের পরিক্রমায় কত জালিম জেগেছে আসি।
আদি থেকে আজ অবধি পারেনি' কো টিকতে
যুগের শ্রেষ্ঠ মানবের আদর্শে বাধ্য হয়েছে লুঠতে।
চলছে আহাজারি- মারামারি দেশে দেশে আজ
এমন বর্বরতা দেখে শয়তানও মুখ লুকায়-লাজ।
বেলাল,খাব্বাবের উত্তরসূরি, তবে কেনো ভয়
লড়ো ন্যায়ের পথে, কালেমার পতাকা হাতে লয়।
চাই জীবন্ত ঈমান দুরিতে সৃষ্ট নব্য জাহেল
প্রতিবাদ ছেড়ে দরগা-খানকায় মোদের কামেল।
শুধু ফরিয়াদ বাঁচতে- বাঁচাতে অত্যাচারিত ধরায়,
সাহস করে কাণ্ডারি হয়ে আসে না কেউ আগায়।
রব্বানা লা তাজঅালনা ফিতনাতাল্লিল ক্বওমিজ জোয়ালিমিন
ওনাজ্জিনা বিরাহমাতিকা মিনাল ক্বওমিল কাফিরিন।