উত্তর গগনে কালোমেঘের ঘনঘটা
একপশলা বৃষ্টির আহাজারি বুকে
মিষ্টিসুরের মূর্ছনায়
অনন্ত প্রবাহে
এমন স্বপ্নে বিভোর জাতি।


এক মৃত্যুনগরীর আত্মকথা
ইতিহাসের মৃত্যু হয়েছে
রেখে গেছে অব্যক্ত ভাষা।
বাংলা আজ মৃত্যুপুরী
এখানে বাতাসে লাশের গন্ধ ভাসে
নদীতে লাশের মিছিল হয়
অরণ্যে লাশের অভয়ারণ্য
ঘুমে গুম হয়, বে-খবর
মৃত্যুর চাদরে ঢাকা নিরাপত্তা
নিরাপত্তাহীনতায় জনতা।
অমঙ্গলের মঙ্গলে আচ্ছাদিত ব-দ্বীপ...


ইতিহাস ভুলেছে
ভুল ইতিহাস জেনেছে
কাউকে ক্ষমা করেনি, করবেও না
সুপ্ত আগ্নেয়গিরি সুতীব্র হচ্ছে বসন্ত পবনে
মেঘ কেটে যাবে
বৃষ্টি আসবে
স্বখাত-সলিলে নিমজ্জিত হবে ভ্রষ্টমাতা।


অপেক্ষা মহানায়কের
পরাভূত হবে যার শায়কের আঘাতে।
বৃষ্টি আসবে, ফুল ফুটবে...