ভাবনা তুমি কোথায় ওরে
আয় না কাছে আয়,
তোমায় পেলে কাব্য কথায়
আনন্দে গান গায়।
প্রভাত বেলা কিরণ মালা
যেমন ছুটে আসে,
শ্রাবণ যেন নীল আকাশে
মেঘ বালিকা ভাসে,
তেমনি ভাবে আমর মনে
অঝোর ধারপাতে,
পৃথিবী বুকে যেমন লেখে
নদী উৎস স্রোতে,
ঝর্না ঝরা লেখনিতে ঝরো
কবিতা লেখি সুখে,
ভাবনা দিয়ে গড়বো কলি
দরদ জমা বুকে।
আয় না ওরে আয় না কাছে
ভাবনা মনোরমা,
ব্যক্ত করবো মনের সুখ
হৃদয় খাতে জমা।
সুখ দুঃখ আনন্দ ব্যথা
ভাবনা যা তা হোক,
খাতার পাতা পূর্ণতা পাক
কাব্য কবিতা লোক।