এখানে পূজোয় বৃষ্টি শুনে সকলের মাথায় হাত,
ওখানে তারা কোমর জলেই কাটাচ্ছে দিনরাত।
তোমরা যেখানে দেবী বোধনের আনন্দে মশগুল,
সেখানে তারা বানের জলে হারিয়েছে দুই কুল।
তোমরা যখন নতুন কাপড় সপিং মলের ভিড়ে,
তখন তারা ভিজা বস্ত্রই পরছে সে জল নিংড়ে।
যখন তোমরা মণ্ডপেতে আড্ডা জমাচ্ছো সুখে,
তখন তারা সব হারিয়ে হাহাকারের বুকে।
যখন তোমার শহর ঘিরে আলোর ছড়াছড়ি,
তখন তারা অন্ধকারেই হাতড়াচ্ছে ঘর বাড়ি।
যখন তোমরা মহাভোগ খেতে খুশীর লুটোপুটি,
তখন তারা অপেক্ষাতে ত্রাণের শুকনো রুটি।
যখন তোমরা সিঁদুর খেলায় বিসর্জনে মাতবে,
তখন তাদের সিঁথিতে কদিন সিঁদুর পড়ে নি ভাববে।
যখন তোমরা বাজেটের অঙ্কে প্রতিযোগিতাই নামবে,
তখন তাদের ঘর চালানোর অঙ্ক শেখানো থামবে।
একটাই দেশে এখানে সেখানে কতটা ভিন্ন ভাব,
মানুষে মানুষে আজো রয়ে গেছে সৌহার্দ্যের অভাব।