কালকে রাতে শোয়ার পরে
দেখছি টিভি খুলে,
বিক্রম দাদা বসে আছে
চাঁদ বুড়ির কোলে।
অসংখ্য সব ছেলে মেয়ে
রঙিন জামা পরে,
নানান দেশের গল্প শুনছে
চাঁদ বুড়িকে ঘিরে।
বিক্রম দাদা ক্যামরা নিয়ে
নানান ছবি তুলছে,
চাঁদের পাহাড়, কদম তলায়
বাঁদর কেমন দুলছে।
জলের ধারা, চাঁদের মাটি
জোছ্‌না কেমন খেলে,
ছবিগুলি পাঠাচ্ছে সব
ইসরোর ইমেইলে।
ভারত থেকে সবার প্রশ্ন
বিক্রম দাদা বলো?
"চাঁদের থেকে পৃথিবীতে
দেখাচ্ছে কোন গুলো?"
বিক্রম বললো দেখতে পাচ্ছি
জ্বলছে আমাজন,
আর শুধু মাত্র দেখা যাচ্ছে
দাদা দিদির উন্নয়ন।
উন্নয়নের খবর শুনেই
উঠল বাজি ফেটে,
চমকে দেখি,পড়ে আছি
বিছানাহীন খাটে।