সাংবিধানিক অধিকার পেতে
আন্দোলন করলে কেউ,
কেনো যে ওরা কুকুরের মত
করে উঠে ঘেউ ঘেউ।
কেন যে ওরা প্রতিবাদী হয়ে
করে শুধুই চিৎকার,
আমার কবিতা আমার কলমে
তাদের জানাই ধিক্কার।


নিজের আত্ম পরিচিতির তরে
আন্দোলন করতে হয়!
তবু মোদের বুলডোজার দিয়ে
দেখায় পিসে মারার ভয়!
প্রশাসনিক আধিকারিক হওয়া
এ কেমন অহংকার,
আমার কবিতা আমার কলমে
তাদের জানাই ধিক্কার।


নিরীহ একটি সম্প্রদায়কে
করে ছল প্রতারণা,
মৌলিক অধিকার গুলি পেতেও
রেখেছে করে বঞ্চনা।
শাসনে শোষনে দমনে পিড়নে
যারা পেতে দেয়নি উদ্ধার,
আমার কবিতা আমার কলমে
তাদের জানাই ধিক্কার।


কেউ বলে তোদের কাপড় খুলবো
কেউ করে কারাবন্দি,
কুড়মির শোণিতে স্নান করবার
কারো মনো অভিসন্ধি!
সুস্থ মানুষের এইরূপ বাসনা
কতটা যে ন্যাক্কার,
আমার কবিতা আমার কলমে
তাদের জানাই ধিক্কার।


প্রতিনিধি করে যাদের পাঠায়
তারা নিজ-স্বার্থে হয় রত,
যাদের করেছি শিরের মুকুট
তারা করে আজ পদানত।
নিজের আত্ম গরিমা হারিয়ে,
হয়েছে চটির চাটুকার,
আমার কবিতা আমার কলমে
তাদের জানাই ধিক্কার।


এতদিন যারা ভাইভাই ছিল
ছিল আত্মার আত্মীয়,
সুখেদুখে যারা ছিল অতি স্বজন
নিঃসন্দেহে ছিল ভবদীয়।
তারাও আজ করে পথে শত্রুতা
তীরে তালোয়ারে দিয়ে ধার,
আমার কবিতা আমার কলমে
তাদের জানাই ধিক্কার।