হারিয়ে গেলাম উছল গাঙ্গে
উজান  স্রোতের বাঁকে,
স্নেহ সোহাগ আদর মাখা
স্মৃতিরা আজ ডাকে।
লিপি লেখার অনুভূতিতে
সুজন সখা হয়ে,
প্রেমের পরশ আদর পেয়ে
স্রোতের টানে বয়ে,
স্রোতের গতি মন্থরতায়
ভাঙল মনের ভুল,
সৌহার্দ্যের ফুলদানিতে
শুধুই কাগজ ফুল।
কুয়াশারই কাঁচের দেওয়াল
পরশ বিহীন দেখা,
সপ্ত রঙের আলপনাতে
জল ছবিতে আঁকা।
যতই ভাবি আপন বলে
বাস্তবে তা পর,
ক্ষণস্থায়ী খেলার সাথী
গড়েছি তাসের ঘর।
দুরত্বেরই সীমানাতেই
বন্ধুত্বের পরিচয়,
পৃথিবীর এই রঙ্গমঞ্চে
সমাপ্ত অভিনয়।