কালকে শুনি রাষ্ট্রপিতা সম্প্রচারে দিলেন বার্তা,
"আগামীকাল ভারত জুড়ে পালিত হবে স্বাধীনতা"।
তাই প্রভাতে বেরিয়ে দেখি স্বাধীনতার কেমন রূপ?
হয়তো হবে স্নিগ্ধ প্রভাত নয়তো হবে প্রখর ধুপ।
আজও দেখছি কৃষক যারা কঠোর শ্রমে কাটছে মাটি,
ভিক্ষুকেরা ঝুলিয়ে ঝোলা পথের ধারে যাচ্ছে হাঁটি।
শ্রমিক যারা দালান গড়ার আজও দেখি বাঁধছে মাচা,
কামিন মুনিষ টিফিন হাতে ছুটছে দেখি মরা বাঁচা।
মুটে মজুর পেটের দায়ে আজও ছুটছে মাথায় বোঝা,
রিক্সাওয়ালা সোয়ারী নিয়ে গন্তব্যে যাচ্ছে সোজা।
ফেরিওয়ালা পসরা নিয়ে খদ্দেরকে ডাকছে শুনি,
বেকার'পিতা সুখের আশায় আজও আছে স্বপ্ন বুনি।
আদুল গায়ে নেংটো ছেলে ভাতের থালায় খুঁজছে মাড়,
অপুষ্টিতে ভুগছে গরীব পাঁজর খোসা ভগ্ন হাড়।
পর্ণকুটির জর্জরিত বৃষ্টি ভেজা পঙ্ক মেঝে,
পুত্র-কন্যা আগলে মাতা অন্ধকারে কাটছে লাজে।
দিনের শেষে বাসায় ফিরে সবাই দেখি গুঁজছে মাথা,
দৈন্যদিনের মতোই আজও শরীর জুড়ে অসহ্য ব্যথা।
আমিও আজ পদ্য পাতায় লিখতে গিয়ে তাদের কথা,
বারংবার জাগছে প্রশ্ন কবে পাবে এরা স্বাধীনতা?


*ধুপ(হিন্দী শব্দ) =রৌদ্র (অন্তমিল ঠিক রাখতে ব্যবহার করলাম।)