সবুজ কাপড়ে ঢাকছে ক্ষত
দুমড়ে মুসড়ে জীবন,
আবার হয়তো 'বন্দে ভারত'
কাটবে নতুন রিবন।
আবার লাইনে বেলাইন লুপ
হবেই হবে সারাই,
তদন্ত শেষে নতুন করে
নিয়োগ হবে তারাই।
নতুন বগিতে করমন্ডলের
ঘোষণা হবে আবার,
যশবন্তপুরও চলবে ছুটে
গন্তব্যস্থলে যাবার।
নতুন যাত্রী সেপথ দিয়েই
কর্মস্থলে এসে জুটবে,
সুস্থতার তরে আবার কেউ
দক্ষিণের পথে ছুটবে।
স্বাভাবিক হলো রেলের গতি
আবার ঘোষণা হবে,
কিন্তু বাহানাগার দুপাশে
সবুজেই ঢাকা রবে।


কেন?.. কেন?.. কেন?..
তবে কী...


স্বাভাবিক হবে মাবাবা যার
ফিরে এলোনা ঘরে?
স্বাভাবিক হবে সিঁথির সিঁদুর
মুছে গেল চিরতরে?
স্বাভাবিক হবে অঙ্গ হারিয়ে
সুখ হলো যার  নাশ?
স্বাভাবিক হবে, হন্যে হয়েও
যে পাইনি খুঁজে লাশ?
আরও কত আস্বাভাবিকতা
হাজার প্রশ্ন করে,
নিরুত্তর সব প্রশ্নেরা আজ
ব্যাথায় গুমরে মরে।
দুরন্ত হোক বা বন্দে ভারত
বিকাশের দ্রুত রথে,
যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করো
স্বাভাবিক যাত্রা পথে।