মেলা পার্বণ আনন্দ উৎসব
                      চৌড়ল, টুসু গান;
মোন্ডা, মিঠাই, পিঠা, পায়েশ
                       গঙ্গায় পূণ্য স্নান।
স্বাদ বাহারের পিঠা পুলী
                   খেজুর, তালের গুড়,
মনের সুখে আয়েস করে
                    খাওয়া হল ভরপুর।
নতুন পোষাক মেকআপ বদন
                    দেখানোও হল বেশ,
আর দুটা দিন এই আনন্দের
                    থাকবে হয়তো রেশ।
কিন্তু কেউ কি দেখলে ভেবে
                    একটু ওদের কথাও,
একটুও কি কেউ অনুভব করলে
                  ওদের প্রাণের ব্যথাও।
পথের প্রান্তে বস্তা বিছিয়ে
                 হাত পেতে যারা থাকে,
দাওনি সাড়া বিবেকের তাড়া
                    হৃদ অন্তরের ডাকে।
ভারাক্রান্ত সে চোখের চাহনি
                       বেদনা বিদুর মন,
তাদের পাতে একটু দিলে অন্ন
                   কমে না সঞ্চিত ধন।
গঙ্গায় তুমি করলে বিসর্জন
                নারকেল জোড়া জোড়া,
সেই দানে কি পূণ্য ফলে?
                 ভাবলে না আগাগোড়া।
কিন্তু যদি ক্ষুদাতুর পেটে
                 তুলে দিতে একটু অন্ন,
সহস্র গুন হরষিত মন
                নিজে নিজেই হত ধন্য।
হে মহা মানব সবার হৃদয়ে
                  মানবতা জেগে উঠুক,
সবার মুখে আনন্দের কুঁড়ি,
                  উচ্ছাসিত হয়ে ফুটুক।


রচনা
১৬/০১/২০১৮
নিজ গৃহ কুটির