আগুন ঝরা প্রখর রোদে
নীরব দুপুর দিবা নিদ্রায়,
পরিত্যক্ত কয়লা খাদে
একটি মেয়ে জলের আশায়।
তপ্ত ভূমির নগ্ন পায়ে
তৃষ্ণা কাতর কণ্ঠ মরু,
অসময়ের দমকা বায়ে
ঝিমিয়ে পড়া বিবশ তরু।
লকলকে জীব হায়েনা যেন
ধর্ষণে আজ সৌর প্রতাপ,
নগ্ন নারী পৃথিবী হেন
অত্যাচারীত অসহ্য তাপ।
কৃষক, মুটে, মজুর যারা
পরিশ্রম যার অর্থ যোগান
সিক্ত ঘামে শরীর সারা
লু প্রবাহেও নেই পরিত্রাণ।
ত্রাহি ত্রাহি রব চতুর্দিকে
সেলসিয়াস আজ পারদ চড়া,
তপ্ত ব্যথার কাব্য লিখে,
গ্রীষ্ম কবির ছন্নছাড়া।।