গিয়েছি জেনে প্রেমের কবিতা
প্রেমে প্রেমে সার!
ছন্দ যখন এসেছে জীবনে
তুমি ঠিক কার?

তুমি ঠিক কত যে মুড়িয়ে রেখে
স্বপ্নের ঘানি টানি থেকে থেকে
জানো আমি আছি,
পুড়ে পুড়ে আছি
ছুড়ে ফেলা আছি
এই নিয়ে বাঁচি!

এই নিয়ে কত অবহেলা চির
সখী তুমি কার?
ব‍্যথা বেদনার
কতটুকু রঙ ছুয়েছো জীবনে
পুড়ে অঙ্গার!

তবু এই বাঁধা উড়ে মেঘলায়
যতবার সে রঙ বদলায়,
করেছি শপথ
নিজের বসত
বলে কিছু নাই,
তার কাছে মন হয়েছে মরণ
শুধু বলে যাই।