সবাই যদি ভাবতো বসে
      এই সমাজের জন্য
কয়টা ইতর সাহস পেতো
           হতে পশু বন‍্য?

চুপটি করে সটকে পড়
       লোকের বিপদ দেখে
কদিন বাদেই পড়বে ঘাড়ে
         কজন তাতে শেখে?

আজকে না হয় অন্য কারো
        কাল যে নিজের নয়
বুজলে কী চোখ রক্ষা পাবে
         এই সমাজের ক্ষয়?