চাচা করে চেচামেচি
চাচি বলে আমি গেছি
লোকে জানে এর মূলে
অন্য কোন পাচাপাচি!

লোকে জানে চাচা বীর
চাচি এক নস‍্যি
চাচা করে গলাবাজি
চাচি মূল দস‍্যি!

একবার হাঁক ছেড়ে
করে দশ করজোড়
চাচাদের ক্ষমতা যে
গলাতেই বড়জোর!