পাতাভার শিশিরে টুপটাপ পড়ে জল
খাতাটা শিয়রে রেখে শুনি অবিরল
শিয়ালের হাকডাক দূর মাঠ প্রান্তে
বাকি সব ঘুমিয়ে কাবু বড় শ্রান্তে।
জেগে থাকে দুষ্টুটা গল্প লাগে বলা
এ নিয়ে মায়েদের ধরে আসে গলা।
গল্প শোনা চাই বাঘ ও শেয়ালের
হাতি,ঘোড়া,পাখি ও যখন যে খেয়ালের!
শেষ হয় গল্পটা মার যত ভান্ড
দুষ্টটা জেগে তবু দেখো কী যে কান্ড!