কল্পনার এতো কাছে আমি!
তুমি দূরে শানানো বাতাস যেন,
বয়ে যায় অবিরাম সকাল বিকাল
ভেবোনা যে কান্নার দায় শুধু আমার অকাল?
ধার করা হৃদয়ে কেন আঁকা হলো তবুও
সেই চিরস্থায়ী বন্ধকের এতো ছাপ?


আড়ি পেতে বসে ফের
বাড়ি থেকে পথে ফের
বারবার এ কেমন পৌনঃপুনিক সুর?  
যেন শুনে চলি ফেলে আসা ডিজিটাল জমানো ক্যাসেটে
অন্য প্রেমের গান শুধু বলেন বিরহের।


দূরে তুমি
কত দূরে?
হৃদয় এফোড় করে রোজ শানানো বাতাস
পাল তুলে চলে নাও..
জীবনের অন্ধনদী
জল ছলাৎ ছল
বয়ে যায় অবিরাম সকাল বিকাল।
তাই আমি এ বন্দর নগরীতে ঘুম জাগা নতুন সারেং।