এই বাদলা দিনের প্রতি ফোঁটা জল,
রেখে দিলাম তোমার জন্যে,তুমি আসবে বলে।
রিম ঝিম রিম ঝিম কুহক থামিয়ে দিলাম,
তোমায় নিয়ে উপভোগ করব বলে।
বসে আছি জানালার দ্বারে ,
তুমি আসলে দেখব বলে।
তাঁকিয়া নিয়ে শয়নে থাকি,
তোমায় অনুভব করে।
কখনো বা কাঁথা মুড়িয়ে থাকি,
তোমায় স্বপ্ন দেখব বলে।
কখনো বা ইচ্ছে হয় বৃষ্টি হতে,
তোমার কোমলতা স্পর্শ করব বলে।
ক্ষনে ক্ষনে অপেক্ষায় থাকি,
তোমার সঙ্গ পাব বলে।
জোৎস্নার রাতে জাগ্রত থাকি,
মধুর ভালবাসা পাব বলে।
প্রতিটা মুহুত্বের অপেক্ষা যেন,
               হাজার রাতের।
তবুও অপেক্ষারত তোমার জন্যে,
                 সহস্র বছর ধরে।