সবুজ পৃথিবীটা ধ্বংশ মুখর,
নেই তো সবুজের কোন ছায়া,
চোখে পরেনাতো কোন নদী বা ঝিল।
শুনা তো যায়না কুকিলের মুধুর কন্ঠ;
গায়না তো গান পল্লী কন্য,
আওয়াজ তো হয়না নুপুরের।
শুদুতো হয় কর্কশ শব্দ দুযখের কাহিনি।
চারপাশে শুদু দালানকোঠা;
দৃষ্টি যতদূর যায় ততদূর কংকিটের স্তুপ;
আর ঝাঁ ঝাঁ শব্দ।
মানুষগুলো তেমনি পাথুরে রোবট,
সবইতো যেন একই রুপে গড়া।
নেইতো ভালবাসা-দয়া বা মমতা,
রয়েগেছে শুদু কোলাহল।
এই-কি সভ্যতার উন্নত শিখর?
এই আমাদের সভ্য শহর?