আমি মুগ্ধ,
প্রিয় কবি,
তোমাদের কবিতায়।
কেউ ছন্দ,কেউ বা আশা,
অনেকেই প্রেরণ করেন ভালবাসা।
প্রতিটা কবিতা যেন এগিয়ে চলার এক এক টা প্রয়াস।
সকালে উঠে দেখি,
কবে আসবে আশা'র বাণী,
দুপুরে দেখি ক্লান্ত নিথরতার ছানি।
বিকালে প্রকাশ করি টীকায় তৃপ্তি।
সন্ধ্যা বা রাতে মুগ্ধ আমি
আপনাদের আড্ডার বাণী।
ঘুমেও যেন স্বপ্ন দেখি,
শুদু ছন্দ ছন্দ,
কবিতা আর কবিতা,
প্রিয় কবির বাণী।
সত্যিই আমি আজ পূর্ণ,
পাচ্ছি আনন্দের তৃপ্তি।
ইতি আমার প্রিয় কবি।