ড্রেনের বর্জের গন্ধে নাক চাপতে পারিনা


পারিনা আমি থু থু ফেলতে


ফেলতে যেয়েও হৃদয় বিদ্ধ হয়।।


বিদ্ধ হয় আমার এ বিবেক -


বিবেক ফিরাতে দেয় না আমার তৃক্ষ দৃষ্টি কে।


কে বা কাহারা বসে আছে বর্জের ধারে


ধারে থেকেও তাদের নাসিকা জাগ্রত ।


জাগ্রত হয়না তাদের বিবেক


বিবেকের কী দোষ?


দোষ তো তাহার দারিদ্রে


দারিদ্র দুষে বর্জ হয়ে উঠে স্বর্নে ।


স্বর্ন যবে হয় খাঁটি


খাঁটি হয় তেমনি সেই দরিদ্র ব্যক্তি।।


ব্যক্তিটি যবে গন্ধ নিচ্ছে -


নিচ্ছে বছর, মাস দিনে,ঘন্টায় ।


ঘন্টায় কেন আমি পারবনা, একবার নিতে?


নিতে হবে তাদের কষ্ট,বুঝবে তবে জীবন কী?