প্রয়াসিনী যুগলে বন্দিনু একে;
মধুরও সুরে হারাইনু একত্রে।


দুইয়ের বদনে বেড়াইনু ভুবনে;
অনন্ত থাকিব তোমারি ক্রোড়ে।


তুমি বিনে সুখ যেন বিরহরে;
দুহারী বন্ধনে থাকিনু পরিহরে।


ক্লান্তি অব্দে তোমারি ছোয়াই;
বদনও হৃদয় মন যায় জুড়াই।


নীশীথের রুপালী শশীর আভায়;
উড়ুতে ছোয়া অঙ্গি ভালবাসায়।