আজ আমি,
ভদ্র ঘরের ভদ্রতার মুখোশ পড়া বলে।
আজ আমি লজ্জিত,
মধ্যবৃত্তের কনিষ্ঠ বলে।
আজ আমি অভিব্যক্ত,
অশান্ত সমাজের শান্ত বলে।
আজ আমি নিমোজ্জিত,
স্বাধীন দেশের পরাধীন শৃংখলে আবদ্ধ বলে।
আজ আমি বিকৃত,
সভা সমাজের অসভ্য লোকের হানা বলে।
আজ আমি ক্ষুদ্ধ,
অভাবের বেশে শিক্ষা অগ্রহ্য বলে।
আজ আমি লাঞ্চিত,
উচু ঘরের নীচু তলে বসবাস বলে।
আজ আমি নিন্দিত,
মিথ্যার আসরে সত্য প্রকাশ পায় বলে।


আজ আমি ব্যগ্র,
আবারো সমতা আনব বলে।
আজ আমি উদ্যম,
বাধা যতই আসুক প্রতিবাদ করব বলে।