হে বঙ্গবন্ধু
জাতী আজও অশ্রুসিক্ত!
আজও ব্যথিত,
পঁচাত্তরের বিভীষিকায়!
জাতী আজও কম্পিত!
যেখানে বিশ্বাসঘাতকতা তুমার সাথে
হে বাঙ্গলির পিতা!
তারা হয়তো কলঙ্কিত
হবেনা কি জারজ?
জন্মই তাদের বৃথা।
সমবেদনা জানাব কি করে!
কলঙ্কিত মুখে
যে ছিল নব্য জন্মদাতা স্বাধীন বাংলাদেশের
তাকেই করেছে হত্যা!
তবুও বলছি বিধাতার তরে
রাখে যেন তুমাই শহীদের দলে।