এইতো সেই দিন সিগ্ধ সকালে
আমি বলেছিলাম "তুমি বন্ধু হবে?"


তুমি বলে ছিলে "কেন বা কি কারনে
আমার ভয় করে, ভাইয়া আসে যবে"।


বলেছিলাম "বিশ্বাস রাখ আমার তরে।
যবে ভাইয়া আসবে,আমার প্রস্থান হবে"।


তুমি বলে ছিলে "আমার ভয় করে
অদূর সময়ে কত জানি দুঃখ হবে"।


বলেছিলাম "ভয় কে অপবর্তন করব জয়ে
দুঃখ ব্যতিরেকে কে কি পেয়েছে কবে?


তুমি আশ্বাস্থ করিলে হৃদয়পটে খাকিবে
শুধু বিশ্বাস্ততার নিরোধে আচ্ছন্ন না ঘটে।


আমিও উৎফুল্লে বেঁধেছি, হৃদয়পটে বাসা
করলে তুমি সর্বশান্ত, হৃদয়ে ছিল যত আশা।


( প্রথম বন্ধুর সাথে কথোপকথন)