স্বপ্ন বিলাসি আমি স্বপ্ন দেখেছি তোমায়,
স্বপ্ন ছিল আশা,স্বপ্নে ছিলাম নিরালায়।
তুমি দিয়েছ স্বপ্নের বাস্তবতা নীল কণ্ঠে।
ডেলে দিয়েছ নীলঙ্গনা আমার সরল মনে।
আমি উড়ন্ত নিজ হৃদয়ে তুমি থামালে অভয় আওয়াজে,
দেখিয়েছিলে কেমনে উড়তে হয় অন্যের হৃদয়ে।
আমি ভাবুক ছিলামনা, ভাবতে শিখিয়েছ,
এখন ভাবতে ভাবতে অথৈই ক্লান্ত,
কিন্ত হারিয়েছ তুমি দূরে বহু দূরে।