শোনরে বেলি চোখটি মেলি ধরো দুটি হাত,
তারা বলে দেব আমি শুভাশ ভরা রাত।
নটার ফুলে খুব সকালে ছোট্ট টবে উকি,
থাকনা কাটা গোলাপ ফুলে তবুও সে সুখি।
বরষা এলে কদম ফুলে বাতাস থাকে ভারি,
মিস্টি গন্ধে মন আনন্দে মন মাতানো আড়ি।
ফুলের রাজা রক্ত জবা শরীর বেজায় লাল,
গাধা ফুলের গন্ধ শিতে করে মন মাতাল।
কোন ফুলেরি গন্ধ দিলে ভাল বাসবে আজ,
গোলাপ, টগর, বেলি, জবা নাকি গন্ধ রাজ?