নন্দিত জাতি নিন্দীত তরে নামটি জড়ায়ে কাদ
নিমজ্জিত তার মুখটি লুকায়ে অতৃপ্তহীন সাধ,
কেবা দ্যাখে তার কোলাহলে নাই নিরবে কাটে যে নিশি
পাঁচে মুখে তার নেই যে ফারাক কোথা গেল সেই হাসি।


হৃিদয়ে তম উন্নত মম ধুলি ঝড়ে সব হারা
কলিজায় খরা সিক্ত ধরা হারে রে রে রে রে কারা?
জাগো হে জাতি প্রতিশ্রুতি লুটায়ে তাহার বাতি
দিশেহারা হাল রেখোনা বহাল চাতকে অব্যহতি,
নন্দিত তুমি নীন্দিত নহে দেখা দলে তব কায়া
হটিবে না কভু ধারাতে ছলে পিছুলে বাড়িবে মায়া।


জালাবে দাহ পশ্চাতে মোহ অগ্রসরের পালা
শীমারের দল করবে কতল ফুরাবে মরন জালা
নিন্দীত কারে বল হুংকারে জাগিয়া উঠিবে জাতি
সুপ্ত থাকিয়া স্তব্ধ রাখিয়া মৃত্যু করোনা সাথি,


কালের ছড়াতে বিরল ধরাতে শিক্ত করিবে আখি
ছেরা তরি পাল বিশ্চুতে হাল ধুলি তটে দেহ মাখি
হট লুটপাট দেহের কপাট শক্ত করিয়া মন
সাম্য বানি ছায়া করি অহেতুক মায়া করিয়া মোরা পন।