চলে গেছো দুরে-বহু দুরে
মায়ার বাঁধন ছিন্ন করে
আমাকে নিসঙ্গ করে
নির্বোধ মন মানেনা বারন কিছুতে
মন চায় শুধু তোমাকেই দেখিতে।
বৈশাখী মেলায়
চড়ে নাগর দোলায়
হেসেছিলে মুক্তা ঝড়া হাসি
সেই হাসির দৃশ্য মনে হলে
দুচোখ ভরে অশ্রু ঝরে
অবুঝ মন মানেনা বারন কিছুতে
মন চায় শুধু তোমাকেই দেখিতে।
২৯ শে আগষ্ট এলেই
মনের মধ্যে চিতার আগুন জ্বলে
সেই আগুন কিযে যন্ত্রনার
কাউকে পারিনা আমি বুঝাতে
অভাগা মন মানেনা বারন কিছুতে
মন চায় শুধু তোমাকেই দেখিতে।
এ দেহে প্রান থাকিতে, তোমার স্পর্শ পেলাম না
আমার মৃত্যুর পরে একবার হলেও
আমার লাশটি দেখতে তুমি আসিবে
পাগল মনটা তখনও অপলক নয়নে
তোমাকেই শুধু চেয়ে দেখিবে।