বিদ্রোহ তোমার অন্তরে অন্তরে
বিদ্রোহী কবি তুমি তাই,
তুমি যে মহান, মহত্তের কথা
কি করে আমি বাতাই!


জুড়েছে তখন এ মনটা আমার
পড়েছি যখন কবিতা তোমার,
ভেবেছি তোমায় কি দেব পুরস্কার
জানাই তোমাকে কোটি নমস্কার।


পাওনি তুমি জীবনে কিছু
দুঃখ ছাড়েনি তোমার পিছু,
যুদ্ধ করেছো জীবনের সাথে
মানিয়ে নিয়েছো ঐ জীবন টাতে।


তোমার গান আর সুরের যাদুতে
মুগ্ধ হয়েছি বারবার আমি,
তাই হৃদয় থেকে বলছি আবার
জানাই তোমায় হাজার নমি।


তোমার লেখায় স্তম্ভিত হয়েছি
জেগেছে অনেক ভালোলাগা,
যতবার পড়েছি তোমার লেখা
ততবার হয়েছি রাত্রি জাগা।


আমার হৃদয়ে থাকবে তুমি
তোমার সৃষ্টিতে বেঁচে,
জেনে রেখো তুমি একজন হলেও
ভক্ত তোমার আছে।


তোমার লেখা, গান-কবিতা
নজরুল জেনো তুমি,
আছো এ মনে, থাকবে চিরকাল
জানাই সহস্র্র নমি।