বাস্তবতা, এ এক অদ্ভুত জিনিস
নিজের সুখটাই হল বাস্তবতা
এখানে আর কোন হবে না কথা।


বিধাতার সৃষ্টি আমি, আমিই মানুষ
পৃথিবীটা হাতে নিয়ে ভাঙবো পুটুস।
অন্ন, বস্ত্র আর অর্থ আমার
যত পাই তত চাই ভাণ্ডার রাজার।
থাকার জায়গাটা ছেড়েই দিলাম
দোতলা বাংলোতেই মানিয়ে নিলাম।


কি আর করবো!
না হয় অভাবে মরবো
মেনে তো নিতেই হবে,
এরই নাম যে বাস্তবতা।
আমি মানুষ, আছে আমার মনবতা।


হায় কপাল! এরই নাম নাকি বাস্তবতা!


বিধাতার সৃষ্টি আমি, আমিই মানুষ
পৃথিবীটা বলে মর, ওরে অবুঝ
কখনোবা খেতে পাই এক মুঠো ভাত
না খেয়েই কেঁটে যায় হাজারও রাত।
অঙ্গে জড়ানো মোর জন্ম পোশাক
দাঁড়াই তবু আমি মাথা করে তাক।
অর্থ অনেক আছে বৃক্ষ পাতা
দারিদ্র যেন মোর জীবনে গাথাঁ।
ফুটপাত কোনাতেই মানিয়ে নিলাম
বাকি কথাগুলো না হয় ছেঁড়েই দিলাম।


কি আর করবো!
না হয় অভাবে মরবো
মেনে তো নিতেই হবে
এরই নাম যে বাস্তবতা।
আমি মানুষ, আছে আমার মানবতা।


হায় কপাল! এরই নাম নাকি বাস্তবতা।